অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বলেছে বিদেশী আক্রমনের তারা জবাব দেবে


I
I

ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলকে সতর্ক করে দিয়েছেন যে তারা যেন ইরানী পারমানবিক স্থাপনায় আক্রমন না চালায়। তিনি বলেছেন তার দেশ জবাবে লৌহ হাতে পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার সামরিক ক্যাডেটদের উদ্দেশ্যে দেওয়া দেশব্যাপী সম্প্রচারিত টেলিভিশন ভাষণে আয়াতোল্লাহ খামেনি বলেন সংঘাত শুরু করার কোন আগ্রহ ইরানের নেই। তিনি বলেন কিন্তু ইরান পাল্টা আক্রমন চালাবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা ইরানী পারমানবিক কার্যক্রমের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যে সব ইঙ্গিত দেওয়া শুরু করেছেন, তার প্রেক্ষিতে ইরানের তরফ থেকে এটাই সবচাইতে কড়া মন্তব্য। ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো সন্দেহ করছে ইরান পারমানবিক অস্ত্র তৈরি করছে, অসামরিক পারমানবিক কার্যক্রমের অজুহাতে।ইরান ওই অভিযোগ অস্বীকার করে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয় পারমানবিক অস্ত্র ইরানী প্রচেষ্টার বিশ্বাসযোগ্য তথ্য প্রমান তাদের আছে।

XS
SM
MD
LG