অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের সামরিক শাসকদের ক্ষমতা ত্যাগের দাবী প্রত্যাখ্যান


মিশরের সামরিক শাসকদের ক্ষমতা ত্যাগের দাবী প্রত্যাখ্যান
মিশরের সামরিক শাসকদের ক্ষমতা ত্যাগের দাবী প্রত্যাখ্যান

মিশরের সামরিক শাসকগোষ্ঠি - প্রতিবাদকারীদের পক্ষ থেকে অবিলম্বে তাদের সরে যাওয়ার দাবী নাকচ করে দিয়ে বলেছে, তা হবে জনগণের বিশ্বাসের প্রতি তাদের ভাষ্যে ‘প্রতারণা’ করার সামিল ।

সামরিক পরিষদের সদস্য, মেজর জেনারেল মুখতার এল মাল্লা বলেন আমরা কোন দাবীর প্রেক্ষিতে এবং শূণ্যগর্ভ শ্লোগানের কারণে ক্ষমতা পরিত্যাগ করবো না । আমরা যদি এখন ক্ষমতা ত্যাগ করি তা হলে আমি ইতিহাস ও জনগনের কাছে দেশদ্রোহী হবো। ইতিহাসে লেখা রইবে যে সামরিক পরিষদ জনগনকে পরিত্যাগ করেচছে, তাদের সঙ্গে প্রতারনা করেছে ।

সশস্ত্র বাহিনী সর্বোচ্চ পরিষদের নেতারা বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন । তারা, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের মধ্যে চলতি সপ্তাহের সংঘর্ষে যে অন্ততঃ ৩৫জন মারা গেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে ।

কায়রোর তাহরির স্কোয়ারে প্রায় ভঙ্গুর এক শান্তি সমঝোতার পরে এই ক্ষমা প্রার্থনা করা হয়।

বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে সুয়েজ খাল বরাবর কায়রোর পুর্বাঞ্চলের শহর ইসলামিয়ায় সংঘর্ষ হয়েছে। কোন কোন বিক্ষোভকারী সৈন্যদের উপর মলোটভ ককটেইল ছুড়ে মারে । সৈন্যরা সাজোয়া গাড়ি এবং ঠ্যাঙ্ক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।

XS
SM
MD
LG