অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিন্টন আসিয়ান দেশের মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য ক্যাম্বোডিয়ায় পৌঁছেছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন বুধবার ক্যাম্বোডিয়ার রাজধানী নম পেনে পৌঁছেছেন। সেখানে তিনি আসিয়ান অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

মিস ক্লিন্টন ক্যাম্বোডিয়ায় আমেরিকার রপ্তানী বাড়ানোর বিষয় নিয়ে আমেরিকান ব্যাবসীদের বড় একটি সভায় আতিথেয়তা করবেন।

ক্লিন্টন হলেন প্রথম কোন আমেরিকা্ন পররাষ্ট্রমন্ত্রী যিনি ৫৭ বছরের মধ্যে প্রথম লাওস সফর করছেন। সেখানে তিনি নেতাদের সংগে মেকোং নদীর নিম্ন বদ্বীপ এলাকার পরিবেশ সুরক্ষার বিষয় এবং ভিয়েতনা যুদ্ধের সময় থেকে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা করবেন।

XS
SM
MD
LG