অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিরোধী দলের সংগে আলোচনায় রাশিয়ার স্বাগতিক ভূমিকা


রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেয়ী লাভরভ সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী একটি দল "সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের" প্রধানের সংগে আলাপ আলোচনায় প্রধান ভূমিকা নিচ্ছেন।

লাভরভ বুধবার সিরিয়ার বিষয়ে রাশিয়ার অবস্থানকে পুণরায় নিশ্চিত করেছে এইভাবে যে সরকার ও বিরোধীদলগুলো উভয় পক্ষকেই সহিংসতা বন্ধ করতে হবে এবং দেশটির ভবিষ্যত কি হবে সে বিষয়ে সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে।

কূটনীতিকরা বলেছে, রাশিয়া হচ্ছে মি আসাদের প্রধান মিত্র। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়ায় জতিসংঘ পর্যবেক্ষক মিশনকে আরও ৩ মাস থাকার অনুরোধ জানানো হয়েছে। ঐ প্রস্তাবের লক্ষ্য হচ্ছে সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসন।

সেখানে জতিসংঘ পর্যবেক্ষক মিশনের অবস্থানের মেয়াদ বাড়ানো হবে কিনা যে বিষয়ে নিরাপত্তা পরিষদকে জুলাই এর ২০ তারিখের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

XS
SM
MD
LG