পাকিস্তানের একটি আদালত জুন মাসে করাচী শহরে একজন নিরস্ত্র লোককে হত্যার দায়ে আধাসামরিক বাহিনীর এক সৈনিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই ঘটনা ক্যামেরায় ধরা পড়েছিল এবং তা টেলিভিশনে প্রচারিত হয়।
আজ শুক্রবার সন্ত্রাসবিরোধী আদালত এই হত্যাকাণ্ডে জড়িত অপর পাঁচজন সৈনিক ও এক অসামরিক লোককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
টেলিভিশনে ওই দৃশ্য দেখানোর পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্রোধ আরও বেড়ে যায়। তাদের ওপর মে মাসে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে আমেরিকান কমাণ্ডোদের অভিযান আগে থেকে না জানার বিষয়ে জনগন ইতিমধ্যেই ক্ষুব্ধ।