অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান সত্বর সরবরাহ পথটি খুলে দিবে বলেই নেটো প্রধানের আশা


নেটো প্রধান এন্ডার ফো রাসমুসান বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশ আফাগানিস্তানে ঢোকার জন্য নেটোর সরবরাহ পথটি খুব শিঘ্রী পূণরায় খুলে দিবে বলেই তিনি আশা করছেন।

যুক্তরাষ্ট্রের আলোচকদের দলটি নতুন ট্রানজিট চুক্তি্র ব্যপারে কোন মতৈক্য ছাড়াই পাকিস্তান ত্যাগ করার একদিন পর বুধাবার অষ্ট্রেলিয়া সফরের সময় রাসমুসান একথা বলেন।

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্মকর্তারা এই সমস্যা সমাধানে একযোগে কাজ করে যাচ্ছেন। গত সপ্তাহে গৃহীত চুক্তিটির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, আফগান যুদ্ধ শেষ হবার পর সেখান থেকে উজবেকিস্তান, কিরগিস্তান এবং কাজাকিস্তানের ভেতর দিয়ে নেটো যন্ত্র-সরঞ্জাম সরিয়ে নেবে।

তিনি বলেন “আমরা চাই আরো সম্ভাব্য সুযোগ সুবিধা পেতে। এটা বলার অপেক্ষা রাখে না যে, আফগানিস্থান থেকে সবকিছু গুটিয় আনা—একটা বিশাল কাজ এবং কৌঁশলগত দিক থেকে তা হবে চ্যালেঞ্জিং এবং আমাদের অনেক গুলো ট্রানজিট পথের প্রয়োজন।”

XS
SM
MD
LG