ভারতের মুম্বাইএ সন্ত্রাসী হামলা, পাকিস্তানের করাচী শহরে চলতি রাজনৈতিক গোলযোগ হানাহানি, এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এ সব নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে আলোচনা করেন , বাংলাদেশ ইন্স্টিটিউট ফর পীস এ্যাণ্ড সিকিউরিটির প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান।
এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন যে এই সন্ত্রাসী হামলার জন্য কোন নির্দিষ্ট দল বা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ না করে, সঠিকভাবে অনুসন্ধান করে দেখা উচিত যে কারা এর জন্য দায়ী । ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রী চিদাম্বারানের এই মন্তব্য সমর্থন করে মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, ‘আমার মনে হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্য সঠিক মন্তব্য । এবং এটা একটা ভাল লক্ষ্মণ, এবার যে বিষয়টা লক্ষ্যণীয় যে এবার খুব তাড়াহুড়া করে কারও দিকে আঙ্গুল নির্দেশ করা হয়নি । এটাকে সঠিকভাবে উদ্ঘাটন করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে – সেটাই সঠিক পদক্ষেপ”। তবে তিনি বলেন এবার যেটা দেখা যাচ্ছে যে, এখানে যে ধরণের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে, আই ই ডি ব্যবহার করা হয়েছে, সেটাকে সঠিকভাবে নির্ধারণ করাটা অনেক সময় বেশ কঠিন হয়ে যায় । যে কারণে এটাকে আরও তলিয়ে দেখতে হবে যে কোন গোষ্ঠি এটা সংঘটিত করেছে । আর একটা লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, যে এই ঘটনার পর এখন পর্যন্ত কোন গোষ্ঠি এর দায়দায়িত্ব স্বীকার করেনি’ ।