অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৩০টি দেশ লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে


যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৩০টি দেশ লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৩০টি দেশ লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে

যুক্তরাষ্ট্র সহ ৩০টিরও বেশি দেশ বলেছে লিবিয়ার অন্তরবর্তীকালীন জাতীয় পরিষদ টি এন সি কে তারা স্বীকৃতি দিচ্ছে। তারা ঘোষণা করে যে, উত্তর আফ্রিকার ওই দেশটির ওপর – সে দেশের নেতা, মোয়ামার গাদ্দাফির বৈধ কোন কর্তৃত্ব নেই।

পশ্চিমী ও আঞ্চলিক শক্তিগুলো শুক্রবার ইস্তাম্বুলে ওই ঘোষণা করে। তারা সেখানে জনাব গাদ্দাফিকে ৪২ বছরের শাসন ক্ষমতা থেকে সরিযে দেওয়ার এবং লিবিয়ার বিরোধীদের শক্তিশালী করে তোলার কৌশল নিয়ে আলোচনায় মিলিত হয় ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন ঘোষণা করেন যে অন্তর্বর্তীকালীন কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র টি এন সি কে স্বীকৃতি দেবে লিবিয়ার বৈধ প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে।

পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন আরও বলেন, ওবামা প্রশাসন গাদ্দাফি পরবর্তী গনতান্ত্রিক লিবিয়ার পরিকল্পনার জন্য সাহায্য করবে এবং লিবিয়ার জনগনকে মানবিক সাহায্য দেওয়ার ব্যাপারে সাহায্য করবে।

ওদিকে মি গাদ্দাফি জিলিটান শহরে হাজার হাজার সমর্থককে দেওয়া এক বেতার ভাষণে ওই কুটনৈতিক স্বীকৃতিদানের গুরুত্বটাকে বাতিল করে দেন। তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানান ওই সব স্বীকৃতিদান উপেক্ষা করার জন্য কারণ তার কোন মূল্য নেই।

XS
SM
MD
LG