অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান মানবাধিকারকর্মীবৃন্দ: এক দিনে ৮৩ জন নিহত


সিরিয়ান মানবাধিকারকর্মীবৃন্দ: এক দিনে ৮৩ জন নিহত
সিরিয়ান মানবাধিকারকর্মীবৃন্দ: এক দিনে ৮৩ জন নিহত

সিরিয়ায় এক মানবাধিকার গোষ্ঠী বলেছে সোমবার দক্ষিণ সিরিয়ায় কতগুলো হিংসা হানাহানির ঘটনায় অন্ততপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আটমাস আগে অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে এ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলির মধ্যে অন্যতম।

বৃটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরী ফর হিউম্যান রাইটস সংগঠন বলেছে, তারা সোমবার দারা প্রদেশে সামরিক বাহিনী ত্যাগীদের হাতে ৩৮ জন সিরিয়ান সৈনিকের নিহত হওয়ার ঘটনা নথিবদ্ধ করেছে। এছাড়া ঐ এলাকায় সামরিক বাহিনীর হাতে অসামরিক এবং সামরিক বাহিনী ত্যাগীদের সহ ৩৪ জন প্রাণ হারিয়েছে।

এই সব হতাহতের ঘটনা নিরপেক্ষ কোন সূত্রে সমর্থিত নয় কারন সিরিয়া বেশিরভাগ বিদেশী সাংবাদিকদের ঐ দেশে প্রবেশ করতে দেয়না। সিরিয়ান মানবাধিকার দলগুলির সূত্রে জানা গেছে, এমাসে সিরিয়া সরকার মতবিরোধীদের ওপর দমন অভিযান চালালে অন্ততপক্ষে দুশো মানুষ প্রাণ হারিযেছে।

গতকাল জর্দানের বাদশা আব্দুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তিনিই প্রথম আরব নেতা যিনি এ ধরনের আহ্বান জানান। এর প্রতিবাদে আসাদ সমর্থক প্রায় একশো মানুষ দামেস্কে জর্দান দূতাবাসের সামনে প্রতিবাদ জানায় ও জর্দানের পতাকা ছিড়ে ফেলে।

XS
SM
MD
LG