অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্ব পালনে সামিল হয়েছেন


মক্কায় হাজিদের তাঁবু
মক্কায় হাজিদের তাঁবু

সৌদি আরবে তিরিশ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম হজ্ব পালনের জন্য সামিল হয়েছেন। সোমবার তাঁরা আরাফত পর্বত আরোহণ করেন। সৌদি আরবের প্রধান ইমাম সাহেব শীর্ষ মুফতি আব্দুল আজিজ আল শেখ সোমবার দুপুরে নামাজের সময় মুসলমানদের প্রতি হিংসা হানাহানি, সাম্প্রদায়িক বিরোধ পরিহার করে অন্যদের দয়া প্রদর্শনের আহ্বান জানান।

সোমবার শ্বেত শুভ্র এহরাম পরিহিত হজ্ব পালনকারীরা আরাফাত ময়দানে উপস্থিত হয়ে পরম করুনাময়ের কাছে তাদেঁর দোষ-ত্রুটি-পাপ স্খালনের আবেদন জানান। আরাফাত পর্বতেই আজ থেকে ১৪শো বছর আগে ইসলামের মহানবী তাঁর অনুসারীদরে কাছে শেষ বাণী উপস্থাপন করেছিলেন। মঙ্গলবার তাদেঁর মীনায় গিয়ে প্রতকিী শয়তানের প্রতি প্রস্তর নিক্ষেপ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করার কথা

সেখানে প্রচন্ড ভীড় এড়ানোর লক্ষ্যে হজ্ব যাত্রীদের জন্য এবছরই চালু হয়েছে চীনের নির্মিত এক উড়াল রেল ব্যবস্থা।

XS
SM
MD
LG