অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গরীব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণে আগামী অগ্রণী ভূমিকা রাখছে : মাহমুদুল হাসান


যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিস্কোর অদূরে , সিলিকন ভ্যালিতে , একদল পেশাজীবি বাংলাদেশি আগামী নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান গঠন করেন ২০০৩ সালে । এই প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবী সদস্যরা প্রায় সকলেই পেশার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত , অনেকেই কম্পিউটার বিজ্ঞানি ও প্রকৌশলী। এরা বাংলাদেশের সাধারণ কর্মজীবি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকে লক্ষ্য রেখে আগামী সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটির সভাপতি ড মাহমুদুল হাসান , যিনি নিজেও পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানি , এক সাক্ষাৎকারে আগামির উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন যে বাংলাদেশের মানুষের জন্যে , বিশেষত গরীব ছেলেমেয়েদের জন্যে কিছু করার ইচ্ছে নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

তিনি বলেন যে ২০০৩ সালে তাঁরা একটি প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছিলেন । এখন তাঁরা বাংলাদেশের বিভিন্ন স্কুলে ন’টি প্রকল্প নিয়ে কাজ করছেন। সেই সময়ে তারা একটি প্রকল্পের জন্যে মাত্র ১৫০০ ডলার পাঠিয়েছিলেন এখন প্রকল্পগুলির জন্যে পঞ্চাশ হাজার ডলার পাঠাচ্ছেন। আগামির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ , বিশেষত বাংলাদেশের গরীব ছেলেমেয়েদের শিক্ষা নিশ্চিত করা।

XS
SM
MD
LG