অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমী শক্তিগুলো সিরিয়ার প্রেসিডেন্টেকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে


প্রেসিডেন্ট বাশার আল আসাদ
প্রেসিডেন্ট বাশার আল আসাদ

যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্ব শক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবী জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, বৃহস্পতিবার ওয়াশিংটন সময় সকালে এক লিখিত বিবৃতিতে বলেন মি আসাদের ক্ষমতা ছড়ে দেওয়ার সময় হয়েছে। আসাদ সরকার সিরিয়ার অসামরিক লোক জনের উপর যে ঘৃন্য আক্রমন চালিয়েছে তিনি তার তীব্র নিন্দা জানান।

হোয়াইট হাউসের বিবৃতি প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টান বলেন সিরিয়ায় গনতন্ত্রের প্রবর্তন শুরু হয়েছে এবং মি আসাদের পথ থেকে সরে দাড়ানোর সময় হয়েছে।

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ব্রিটেইন ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নও মি আসাদের প্রতি ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

XS
SM
MD
LG