অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামা এক অপ্রত্যাশিত সফরে এখন আফগানিস্তানে রয়েছেন।


প্রেসিডেন্ট ওবামা, আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর এক বছর উপলক্ষ্যে, এক গোপন সফরে আফগানিস্তানে পৌঁছেছেন।

প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে বাগরাম বিমান ঘাঁটিতে পৌঁছুন এবং তার পরপরই হেলিকপ্টারযোগে রাজধানী কাবুলে চলে যান। সেখানে প্রেসিডেন্ট হামিদ কারযাইএর সঙ্গে মিঃ ওবামা আফগানিস্তানে ২০১৪ সালের নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্রের উপস্থিতির জন্য শর্ত নির্ধারণ করে এক বিশেষ সামরিক অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

বাগরাম ঘাঁটিতে তিনি যুক্তরাষ্ট্র সেনাদের প্রতি তার ভাষণে বলেন, “আপনারা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করছেন। আপনারা দেশ রক্ষার যে শপথ নিয়েছেন, সেই অঙ্গীকার পালন করছেন। আর আপনাদের পরিবার আপনাদের সমর্থন করছেন, ভালবাসেন, তারা আপনাদের পাশেই আছেন। আপনারা আমেরিকার শ্রেষ্ঠত্বের উদাহরণ। আপনাদের মত যারা এই দায়িত্বে নিয়োজিত আপনারা সেই দীর্ঘ সারির অংশ, আপনারা আমাদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেন।”

XS
SM
MD
LG