অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম: লক্ষ লক্ষ লোক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম: লক্ষ লক্ষ লোক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম: লক্ষ লক্ষ লোক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে

উত্তর কোরিয়ায় কিম জং ইলের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার ছেলে কিম জং উনের কাছে নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলার সময়ে দেশটি শান্ত রয়েছে।

উত্তর কোরিয়ানরা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে যে লক্ষ লক্ষ লোক তাদের প্রিয় প্রয়াত নেতার মূর্তিতে এবং ছবিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

বেইজিং এ প্রধানমন্ত্রী ওয়ন জিয়াবো সহ চীনা নেতারা তাদের শোক প্রকাশের জন্যে আজ উত্তর কোরিয়ার দূতাবাসে যান।

গতকাল চীনা প্রেসিডেন্ট হু জিন্তাও সেখানে গিয়ে শোক প্রকাশ করেন । পিয়ংইয়ং সরকারের প্রতি বেঈজিং এর অব্যাহত সমর্থন সুনিশ্চিত করার প্রয়াস হিসেবেই এ ধরণের উদ্যোগকে দেখা হচ্ছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিউ উইয়েমিন বলেন যে চীন আশা করে উত্তর কোরিয়ার জনগণ তাদের নতুন নেতার পাশে দাঁড়াবে।

এদিকে, প্রচন্ড ভাবে সামরিকীকৃত কোরিয়ার সীমান্ত বরাবর দক্ষিণ কোরিয়ার সক্রিয়বাদীরা এবং উত্তর কোরিয়া পক্ষত্যাগকারীরা বেলুনে করে হাজার হাজার প্রচারপত্র ছেড়ে দেয় যাতে উত্তর কোরিয়ায় উত্তরাধিকার সুত্রে নেতৃত্ব গ্রহণের বিরোধীতা করা হয়েছে।

উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারী পার্ক সাং হাক বলেন যে উত্তর কোরীয়দের চেষ্টা করতে হবে এই সন্ধিক্ষণে নিজেদের মুক্ত করার।

XS
SM
MD
LG