অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সেনেটর ম্যাকেইন বেনগাজিতে লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে দেখা করেন


লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর জন ম্যাকেইন
লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর জন ম্যাকেইন

যুক্তরাষ্ট্রের সেনেটর জন ম্যাকেইন আজ লিবিয়ার বিরোধী নেতাদের সঙ্গে আলাপ আলোচনার জন্যে এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়নের জন্যে, বিদ্রোহীদের শক্ত ঘাটিঁ বেনগাজিতে গিয়ে পৌছেছেন।

ম্যাকেইন পুর্বাঞ্চলের ঐ শহরটিতে যা কীনা বিদ্রোহীদের সদরদপ্তর হিসেবেও পরিচিতি, সেখানে পৌছে সংবাদদাতাদের বলেন যে বিদ্রোহীরা হচ্ছে, তার কাছে বীরের সমান ।

এই অভিজ্ঞ বিধায়ক লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অন্যতম এক বিরাট সমর্থক ছিলেন। সেখানে বিদ্রোহীরা মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগামি সৈন্যদের বিরুদ্ধে লড়ছে।

তাঁর এই সফরের ঠিক একদিন আগেই যুক্তরাস্ট্রের সরকার ঐ দেশে নেটোর সামরিক মিশনের সমর্থনে সশস্ত্র ড্রোন বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে।

যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেইটস গতকাল বৃহস্পতিবার বলেন যে প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায এই মানুষ বিহীন দূর-নিয়ন্ত্রিত বিমানের ব্যবহার অনুমোদন করেন। এই বিমানগুলো সুনির্দিষ্ট লক্ষ স্থির করেই আক্রমণ চালায়।

কর্মকর্তারা বলছেন যে এই ড্রোনগুলো মিসরাটার মতো নগর এলাকাগুলোর জন্যে বিশেষত প্রয়োজনীয় ভুমিকা রাখতে পারবে।

XS
SM
MD
LG