অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে সামরিক স্থাপনাগুলো পরিদর্শন ছাড়াই “আইএইএ-এর” সফর শেষ হ’ল


ইরানে সামরিক স্থাপনাগুলো পরিদর্শন ছাড়াই “আইএইএ-এর” সফর শেষ হ’ল
ইরানে সামরিক স্থাপনাগুলো পরিদর্শন ছাড়াই “আইএইএ-এর” সফর শেষ হ’ল

জাতিসংঘের প্রধান পারমানবিক পরিদর্শক ইরানে তাদের দু-দিনের সফর শেষ করেছেন। তিনি বলছেন যে তারা প্রধান সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে সক্ষম হননি এবং তেহরানের সংগে চুক্তির কাজ এগোয়নি।

বুধবার, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার হারম্যান ন্যাকার্টস তার সফর শেষ করে ভিয়েনাতে আলোচনা করেন। তার ভাষায়, ইরানের কর্মকার্তাদের সংগে আলোচনা নৈরাশ্যজনক ছিল বলেই “আই এ ই এ” আভিহিত করেছে।

তিনি বলেন যেসব বিষয়ে কাজ বাকি আছে তা সমাধানে আমরা একটি ঐক্যমত্যে পৌঁছুতে চেষ্টা করছি। বিশেষ করে ইরানের পারমানবিক কর্মসূচীর সম্ভাব্য সামরিক দিকগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের তদন্তের সংগে সংশ্লিষ্ট এমন স্থাপনাগুলোতে যাওয়ার অনুমতি পাওয়ার চেষ্টা করেছি।

XS
SM
MD
LG