অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশেও ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে - ডাভিড গার্টেনস্টাইন


বাংলাদেশেও ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে - ডাভিড গার্টেনস্টাইন
বাংলাদেশেও ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে - ডাভিড গার্টেনস্টাইন

ইসলামের কট্টরপন্থী সংস্করণ ওয়াহাবিবাদ যে বিশ্ব জুড়ে এক ধরণের হুমকির সৃষ্টি করেছে, উদার মানবতাবাদের বিরুদ্ধে সেই বক্তব্য নিয়েই, মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে রেবার্ণ ভবনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

Center for Democracy & Human Rights in Saudi Arabia বা CDHR-র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মুসলমান উলেমাদের সতর্কবাণীর প্রতিধ্বনি তুললেন বক্তারা। বক্তারা সৌদী আরবে মানবাধিকার, বিশেষত নারীদের অধিকার যে খর্ব করা হয়, সেই প্রসঙ্গটি বিস্তারিত তুলে ধরেন।

বাংলাদেশেও ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে - ডাভিড গার্টেনস্টাইন
বাংলাদেশেও ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে - ডাভিড গার্টেনস্টাইন

ইন্ডিয়ানা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ড্যান বার্টন বলেন, যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান রয়েছে। তিনি চান যুক্তরাষ্ট্রের এই মুক্ত সমাজ ব্যবস্থার সুযোগ নিয়ে এখানে সকলেই নিজের ধর্ম স্বাধীনভাবে চর্চা করতে পারেন এবং অন্যদের প্রতিও সহনশীল থাকতে পারেন।

CDHR-র নির্বাহী পরিচালক ডঃ আলী আলিয়ামি বলেন, যুক্তরাষ্ট্রে আমরা যেমন করে নিজেরা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করি, তেমনি ভাবে তারাও যদি তাদের নিজেদের নিয়তির নিয়ন্ত্রক হয়, তাহলে তাদের জন্য জবাবদিহিতা থাকবে, থাকবে দায়িত্বশীলতাও এবং তারা তাদের দেশ রক্ষা করবে, রক্ষা করবে ভবিষ্যৎ বংশধরও।

সম্মেলনে অন্যান্য বক্তারাও এই মত পোষণ করেন যে ইসলামের কট্টরবাদী ওয়াহাবি মতবাদ জঙ্গি তৎপরতায় আদর্শিক ইন্ধন জোগায়। তারা ইসলাম চর্চায় গণতন্ত্র, মানবাধিকার ও নারীর অধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া এবং শিক্ষার উপর গুরুত্ব আরোপের কথা বলেন।

Foundation for Defense of Democracy-র সন্ত্রাস বিষয়ক গবেষণার প্রধান ডাভিড গার্টেনস্টাইন বলেন, বাংলাদেশেও এই ওয়াহাবি মতবাদের সম্প্রসারণ ঘটেছে। ইসলাম চর্চার ক্ষেত্রে এই কট্টরপন্থি মতবাদ বড় রকমের পরিবর্তন এনেছে।

XS
SM
MD
LG