অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে হামলায় ৩জন পুলিশ অফসার নিহত


আফগানিস্তানে হামলায় ৩জন পুলিশ অফসার নিহত
আফগানিস্তানে হামলায় ৩জন পুলিশ অফসার নিহত

আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন দেশের পুর্বাঞ্চলে বন্দুকধারীরা আত্নঘাতী বিস্ফোরক ভোর্তী বক্ষাবড়নে সজ্জিত হয়ে একটি সরকারি ভবনে আক্রমন চালায়। হামলায় ৩জন পুলিশ অফিসার নিহত হয় আহত হয় অন্তত অন্যান্য আরও ৩ জন।।

কর্তৃপক্ষ বলেছে আক্রমনকারীরা খোস্ত প্রদেশে রবিবার খুব ভোরে যানচলাচল পুলিশ বিভাগের সদর দফতরে আক্রমন চালায়।

অ্যাসোশিয়েটেড প্রেস বার্তা সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে তালিবান এক মুখপাত্র ওই আক্রমনের দায়িত্ব স্বীকার করেছে।

XS
SM
MD
LG