অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন তিনি তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতাদের কাছে মানবাধিকারের বিষয়টি তুলে ধরবেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন তিনি তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতাদের কাছে মানবাধিকারের বিষয়টি তুলে ধরবেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন তিনি তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতাদের কাছে মানবাধিকারের বিষয়টি তুলে ধরবেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন শনিবার তাজিকিস্তানের রাজধানী শহর দুশানবেতে এক টাউন হল বৈঠকে বলেছেন, তিনি তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতাদের কাছে মানবাধিকারের বিষয়টি তুলে ধরবেন ।

তিনি কেন উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভের সঙ্গে দেখা করবেন, যারা বিরুদ্ধে বহু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ না করলে, কোন প্রভাব খাটানো যায় না এবং অন্য যে সব দেশ যারা মানবাধিকারের তোয়াক্কা করেনা, তারা সেই শূণ্যতা পূরণ করবে ।

পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে শিল্প-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তার নতুন সিল্ক রোড বা রেশমী সড়ক প্রকল্প উত্সাহিত করার জন্যই এই সফর করছেন ।

শুক্রবার তিনি পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খারের সঙ্গে মিলিত হন এবং পাকিস্তানের প্রতি – আফগান বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় না দেওয়ার জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের এবং তালেবানদের আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে উত্সাহ যোগানোর আহ্বান জানান ।

XS
SM
MD
LG