অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করলেন ড: রলিন মাইনুদ্দীন


লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করলেন ড: রলিন মাইনুদ্দীন
লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করলেন ড: রলিন মাইনুদ্দীন

লিবিয়ায় সাবেক নেতা মোয়াম্মর গাদ্দাফি নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি কি দাড়াবে সে সম্পর্কে মন্তব্য করলেন ড: রলিন মাইনুদ্দীন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে।

রাষ্ট্রবিজ্ঞানী ড: রলিন মাইনুদ্দীন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোশিয়েট প্রফেসার। ড: মাইনুদ্দীন তাঁর বক্তব্যে বলেন এনটিসিকে সরকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন আইন শৃঙ্খলা বজায় রাখলে এবং গাদ্দাফির সমর্থকরা নির্যাতনের শিকার না হলে তারা সফল হবেন।

ড: মাইনুদ্দীন আরও বলেন লিবিয়ার নতুন সরকার পশ্চিমী দেশগুলোর কাছ থেকে সমর্থন ও সাহায্য পাবে।

তাঁর সাক্ষাত্কার নেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG