অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার মিশরের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে


মিশরের রবিবারের বিতর্কিত ফিরতি প্রেসিডেন্ট নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশের প্রাক্কালে সেদেশে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের নির্বাচন কমিশনের মহাসচিব হাতেম বাগাতো শনিবার বলেন, কমিশন প্রধান ফারুক সুলতান রবিবার স্থানীয় সময় বেলা তিনটায় ফল ঘোষণা করবেন।

মুস্লিম ব্রাদারহুড প্রার্থী মুহাম্মাদ মোরসি আর প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শাফিক উভয়েই সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে দাবী করেন। তাঁরা গত বছর গন বিক্ষোভের ফলশ্রুতিতে পদত্যাগকারী প্রাক্তন নেতা হোসনি মুবারকের স্থলাভিষিক্ত হবার জন্য নির্বাচনে নামেন। বৃহষ্পতিবার ভোটের ফল ঘোষণা হবার কথা থাকলেও তা পিছিয়ে ফেলা হয়। নির্বাচন কমিশন বলে, দুই প্রার্থী ভোটে কারচুপির অভি্যোগ তোলায় তারা তদন্তের জন্য সময় নেয়।

শনিবার মোরসির স্বপক্ষে শ্লোগান দেওয়া রত শত শত মুসলিম ব্রাদারহুড অনুসারী কায়রোর তাহরির স্কোয়ারে সমবেত হয়।

শুক্রবার মিশরের ক্ষমতাসীন সেনা কাউন্সিল আগে ভাগে নিজেদের বিজয়ী ঘোষনা করার জন্য হোসনি মুবারাকের সময়ের প্রার্থী আহমেদ শাফিক আর মোহাম্মাদ মোরসির সমালোচনা করে।

মিশরের রবিবারের বিতর্কিত ফিরতি প্রেসিডেন্ট নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশের প্রাক্কালে সেদেশে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের নির্বাচন কমিশনের মহাসচিব হাতেম বাগাতো শনিবার বলেন, কমিশন প্রধান ফারুক সুলতান রবিবার স্থানীয় সময় বেলা তিনটায় ফল ঘোষণা করবেন।

মুস্লিম ব্রাদারহুড প্রার্থী মুহাম্মাদ মোরসি আর প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শাফিক উভয়েই সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে দাবী করেন। তাঁরা গত বছর গন বিক্ষোভের ফলশ্রুতিতে পদত্যাগকারী প্রাক্তন নেতা হোসনি মুবারকের স্থলাভিষিক্ত হবার জন্য নির্বাচনে নামেন। বৃহষ্পতিবার ভোটের ফল ঘোষণা হবার কথা থাকলেও তা পিছিয়ে ফেলা হয়। নির্বাচন কমিশন বলে, দুই প্রার্থী ভোটে কারচুপির অভি্যোগ তোলায় তারা তদন্তের জন্য সময় নেয়।

শনিবার মোরসির স্বপক্ষে শ্লোগান দেওয়া রত শত শত মুসলিম ব্রাদারহুড অনুসারী কায়রোর তাহরির স্কোয়ারে সমবেত হয়।

শুক্রবার মিশরের ক্ষমতাসীন সেনা কাউন্সিল আগে ভাগে নিজেদের বিজয়ী ঘোষনা করার জন্য হোসনি মুবারাকের সময়ের প্রার্থী আহমেদ শাফিক আর মোহাম্মাদ মোরসির সমালোচনা করে।

XS
SM
MD
LG