অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনে প্রেসিডেন্ট ওবামার প্রথম রাষ্ট্রীয় সফর


বৃটেনে প্রেসিডেন্ট ওবামার প্রথম রাষ্ট্রীয় সফর
বৃটেনে প্রেসিডেন্ট ওবামার প্রথম রাষ্ট্রীয় সফর

বৃটেনের রাণী এলিজাবেথ প্রেসিডেন্ট বারাক ওবামাকে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে বাকিংহাম প্রাসাদে স্বাগত: জানিয়েছেন । মি: ওবামা ও ফার্স্ট লেডী মিশেল ওবামাকে সাড়ম্বর অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে অভ্যর্থনা জানানো হয় প্রাসাদে ৪১বার তোপধ্বনী করে । ওবামা দম্পতি প্রাসাদের সোপান শীর্ষে গিয়ে দাঁড়ান রাণী, প্রীন্স ফিলিপ, প্রীন্স চার্লস ও তাঁর পত্নি কামিলার সঙ্গে । স্কটস গার্ডস নামে পরিচিত বৃটিশ সেনাদল তখন ব্যান্ডে যুক্তরাষ্ট্টের জাতীয় সঙ্গীতের সুর বাজাচ্ছিলো । এর আগে ওবামা দম্পতি ঘরোয়াভাবে মিলিত হন নব-বিবাহিত প্রীন্স উইলিয়াম ও ক্যাথারীন মিডলটনের সঙ্গে । এর পরের পর্ব হলো রাণীর দেওয়া রাষ্ট্রীয় নৈশ ভোজ বাকিংহাম প্রাসাদে ।

ওবামা দম্পতি রাণীর সঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে যান ওয়েস্ট মিনিস্টার এ্যাবেতে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগ দিতে এবং সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী স্যামান্থা । মি: ক্যামেরনের সঙ্গে প্রেসিডেণ্ট ওবামার আনুষ্ঠানিক কথাবার্তা হবে বুধবার । আফগানিস্তান, লিবিয়া এবং অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে কথাবার্তা হবে । বৃটেনের বিরোধী দলিয় নেতা এড মিলিব্যান্ডের সঙ্গেও প্রেসিডেণ্ট ওবামা কথা বলবেন বলে ধারনা করা হচ্ছে ।

ওবামার সফর সম্পর্কে আহসানুল হক কথা বলেছেন লন্ডনের সাংবাদিক নাহাস পাশার সাথে।

XS
SM
MD
LG