অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোরসি সরকার গঠন করছেন


El presidente peruano Ollanta Humala habla en Naciones Unidas luego de visitar al secretario general de la organización, Ban Ki-moon. [Foto: Ramon Taylor, VOA].
El presidente peruano Ollanta Humala habla en Naciones Unidas luego de visitar al secretario general de la organización, Ban Ki-moon. [Foto: Ramon Taylor, VOA].

মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি একটি ঐক্য সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। গণতান্ত্রিক পন্থায় দেশের প্রথম অসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হবার একদিন পর, তিনি কাজ শুরু করলেন।

সাবেক প্রধানমন্ত্রি আহমেদ শাফিককে রবিবার নির্বাচনে পরাজিত করে মিঃ মোরসি এখন একটি অসামরিক সরকার গঠনের দিকে নজর দিচ্ছেন। প্রতিশ্রুতি অনুযায়ী তার প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা থেকে শুরু করে নানা দলকে তিনি অন্তর্ভূক্ত করবেন।

জাতিগত বিভাজন কাটিয়ে উঠতে মুসলিম ব্রাদারহুড দল থেকে নির্বাচিত প্রেসিডেন্টের কাজ অনেকাংশেই আরো কঠিন হয়ে উঠছে। তবে তিনি আশ্বস্ত করছেন যে মিসরবাসী, সংখ্যা লঘু ধর্মীয় দল এবং মহিলাদের অধিকার সুরক্ষা করা হবে।

সদ ইচ্ছার দৃষ্টান্ত স্বরুপ ইতিমধ্যে তিনি মুসলিম ব্রাদারহুডের ফ্রীডম এন্ড জাষ্টিস দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এবং আশা করছেন একটি ঐক্য সরকার গঠন করার।

XS
SM
MD
LG