অ্যাকসেসিবিলিটি লিংক

কমিটি টু প্রটেক্ট জার্ণালিস্টের এশিয়া বিভাগের সমন্বয়ক বব দিচ বাংলাদেশে সাংবাদিকদের অবস্থার কথা বললেন


চলতি সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন পুলিশী দুর্নীতির উল্লেখ করা হয়। সেইসঙ্গে সাংবাদিকদের হয়রানি ও হত্যার দৃষ্টান্ত তুলে ধরা হয়।

এ বিষয়ে রোকেয়া হায়দার টেলিফোনে কথা বলেছেন কমিটি টু প্রটেক্ট জার্ণালিস্টের সংস্থার কর্মকর্তা বব দিচের সঙ্গে ।

কমিটি টু প্রটেক্ট জার্ণালিস্টের এশিয়া বিভাগের সমন্বয়ক বব দিচ বাংলাদেশে সাংবাদিকদের অবস্থার কথা উল্লেখ করেন।

সাংবাদিকদের ক্ষেত্রে সরকারী নীতিতে সংবাদ মাধ্যম বিরোধী মনোভাব দেখা যায়। আসলে এটা সরকারী নীতিই নয়, গোটা রাজনৈতিক মনোভাবটাই সংবাদ মাধ্যমের যেন বিরোধী। সাংবাদিকদের ওপর প্রায়ই হামলা চালানো হয়, সে ক্ষেত্রে দায়মুক্তি পরিলক্ষিত হয়।সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রায়ই কোন বিচার হয় না তদন্তও ভালভাবে করা হয় না, বাংলাদেশে বলতে গেলে – সাংবাদিকদের পরিস্থতি যেমন খুব একটা ভাল নয়, মানবাধিকার পরিস্থিতিও অনুকুল নয়।

XS
SM
MD
LG