অ্যাকসেসিবিলিটি লিংক

মিশেল ওবামা আফ্রিকা সফরের পর দেশে ফিরে আসছেন


U.S. first lady Michelle Obama is greeted by children as she arrives in Gaborone, Botswana, Friday, June 24, 2011. (AP Photo/Charles Dharapak, Pool)
U.S. first lady Michelle Obama is greeted by children as she arrives in Gaborone, Botswana, Friday, June 24, 2011. (AP Photo/Charles Dharapak, Pool)

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা, আফ্রিকার দক্ষিনাঞ্চলে দুটি দেশে এক সপ্তাহের সফরের পর দেশে ফিরে আসছেন।

দক্ষিণ আফ্রিকায় সাফারি ভ্রমনের সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামা, আফ্রিকায় তাঁর সফর শেষ করেন এবং এর একদিন পরে রবিবার তিনি বট্সওয়ানা ত্যাগ করেন।

মাদিকোয়ে গেম রিসার্ভ পরিদর্শনের সময়, ফার্স্ট লেডির সঙ্গে ছিলেন তার দুই কন্যা, তার মা, এক ভাগ্নে ও এক ভাগ্নী।

মিশেল ওবামা তার সফরের সময় বট্সওয়ানার প্রেসিডেন্ট ইয়ান খামা, দু জন নোবেল পুরষ্কার বিজয়ী ঃঃ নেলসান মেনডেলা ও ডেসমন্ড টুটুর সঙ্গে সাক্ষাত্ করেন।

ফার্স্ট লেডি সেখানে সফরের সময় যে সব বিষয়ে তুলে ধরেন তার মধ্যে ছিলো যুব নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, এবং এইচ আইভি ও এইড্স বিষয়ে সচেতনতা।

ফার্স্ট লেডি মিশেল ওবামা, সোমবার ওয়াশিংটন ফিরে আসছেন।

XS
SM
MD
LG