অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে ব্যারিস্টার তুরিন আফরোজ আশাবাদী


বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে ব্যারিস্টার তুরিন আফরোজ আশাবাদী
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে ব্যারিস্টার তুরিন আফরোজ আশাবাদী

ব্যারিস্টার তুরিন আফরোজ , বাংলাদেশের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিষয়ক আদালতের বিচার প্রক্রিয়ায় সহায়তা মঞ্চের সাধারণ সম্পাদিকা । ড তুরিন আফরোজ ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক । তিনি ওয়াশিংটনে এসছেন একটি সেমিনারে অংশ নিতে। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলেন।

ব্যরিস্টার আফরোজ বলেন যে দীর্ঘ চল্লিশ বছর পরে শুরু হওয়া এই বিচারের অগ্রগতি আপাত দৃষ্টিতে শ্লথ মনে হলেও এটি যে বিশাল এক অর্জন সে ব্যাপারে কোন সন্দেহ নেই। যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে রাজনীতিকরা যাই-ই বলুন না কেন , ব্যারিস্টার আফরোজ মনে করেন , বিষয়টি আইনি এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়াতেই বিচারের কাজ এগিয়ে নেওয়াটা কাঙ্খিত। ব্যারিস্টার তুরিন আফরোজের বিস্তারিত সাক্ষাৎকারটি শুনুন :

XS
SM
MD
LG