অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওবামা প্রশাসনের স্বাস্থ্য পরিচর্যা পরিকল্পনা বহাল রেখেছে


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটা বড় ধরনের বিজয় প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে তুলে দিয়েছে। সর্বচ্চো আদালত প্রেসিডেন্টের বিতর্কিত স্বাস্থ্য পরিচর্যা আইনের পক্ষে রায় দেন। ৫ বিচারপতি পক্ষে এবং ৪ বিচারপতি বিপক্ষে রায় দেন।

কথিত “ব্যাক্তিগত ম্যান্ডেট” এর অধীনে আমেরিকানদের স্বাস্থ্য বীমা কিনতে হবে আর তা না হলে তারা আর্থিক শাস্তির মুখোমুখি হবেন। প্রধান বিচারপতি জন রবার্টস, আদালতের আরও উদারপন্থী বিচারপতিদের সঙ্গে একই রায় দেন। তিনি তার মতামতে লেখেন যে “সংবিধান যেহেতু এই ধরনের কর অনুমোদন করে, এটা আদালতের ভূমিকা নয় তা নিষেধ করা, বা তা ন্যায় কিনা বা বিচক্ষন কিনা সে বিষয়ে অভিমত দেওয়া।”

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন “দেশের জনগন যাদের জীবন এখন নিরাপদ, এই আইনের কারণে এবং সুপ্রিম কোর্ট তা বহাল রাখার কারণে, এই রায় তাদের জন্য একটা বিজয়।”

XS
SM
MD
LG