অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামি লীগ ও বিএনপি ‘র পাল্টাপাল্টি অভিযোগ পরস্পরের বিরুদ্ধে


A protester holds a placard as another holds an Islamic movement flag during a demonstration to show their solidarity with Bedouin citizens, near the Bedouin townof Rahat in southern Israel August 1, 2013.
A protester holds a placard as another holds an Islamic movement flag during a demonstration to show their solidarity with Bedouin citizens, near the Bedouin townof Rahat in southern Israel August 1, 2013.

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছে যে দক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।তিনি আরো বলেন , “ সেই নির্বাচনে সব দল অংশ নেবে এবং তা অবাধ, নিরপেক্ষ ও সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন।’
বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সৈয়দ আশরাফ আরও অবিযোগ করেন যে খালেদা জিয়া মূলত তার দুই ছেলে এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করার লক্ষেই আন্দোলন করতে চাইছেন।

অন্যদিকে বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেন মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহার আবেদনে প্রমাণ হয়েছে গ্রেনেড হামলায় তারেক রহমানসহ দলটির কেউই জড়িত নন। প্রকৃত দোষীদের আড়াল করতেই এ মামলায় সরকার উদ্দেশ্যমূলক চার্জশিট দিয়েছে অভিযোগ করেন বিএনপি নেতারা ।

XS
SM
MD
LG