অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরষদ অনুমোদিত ঋণ সীমিত সংক্রান্ত প্রস্তাব সেনেট প্রত্যাখান করেছে


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরষদ অনুমোদিত ঋণ সীমিত সংক্রান্ত প্রস্তাব সেনেট প্রত্যাখান করেছে
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরষদ অনুমোদিত ঋণ সীমিত সংক্রান্ত প্রস্তাব সেনেট প্রত্যাখান করেছে

শুক্রবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ, সরকারের ঋণ সীমিত সংক্রান্ত একটি আইন প্রস্তাব অনুমোদন করার দুঘন্টা পর যুক্তরাষ্ট্র সেনেট ৫৯-৪১ ভোটে তা প্রত্যাখান করেছে। প্রতিনিধি পরিষদের অনুমোদিত আইন প্রস্তাবের অধীনে যুক্তরাষ্ট্র সরকার যে ১৪ দশমিক ৩ ট্রিলিয়ান ডলার ঋন নিতে পারে সেই পরিমান বৃদ্ধি করার এবং ব্যয় হ্রাস করার কথা ছিল।

প্রতিনিধি পরিষদের সদস্যরা শুক্রবার ২১৮-২১০ ভোটে ওই আইন প্রস্তাব অনুমোদন করে।

রিপাবলিকান স্পিকার জন বেইনার প্রস্তাবিত পরিকল্পনায় আগামী ১০ বছরে ৯০ হাজার কোটি ডলার ব্যয় হ্রাস করা হতো। তার বিনিময়ে সরকার কতটা ঋন নিতে পারে সেই পরিমান বৃদ্ধি করার কথা।

শুক্রবারের ভোটের আগে বেইনার সেনেটের প্রতি আবেদন জানান তার বিল আনুমোদন করার জন্য।

এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন এটা অত্যন্ত জরুরী যে ডেমোক্রাট ও রিপাবলিকানরা এবিষয়ে আপোষ করবে। আমাদের সংবাদ বিভাগের রিপোর্ট পড়ছেন মাসুমা খাতুন।

XS
SM
MD
LG