অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের দূর্ভাগ্য, গড়াপেটা ম্যাচের দায়ে তিনজন পাকিস্তানী ক্রিকেটার দণ্ডিত হলেন লণ্ডন জুরীর রায়ে


পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের দূর্ভাগ্য, গড়াপেটা ম্যাচের দায়ে তিনজন পাকিস্তানী ক্রিকেটার দণ্ডিত হলেন লণ্ডন জুরীর রায়ে
পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের দূর্ভাগ্য, গড়াপেটা ম্যাচের দায়ে তিনজন পাকিস্তানী ক্রিকেটার দণ্ডিত হলেন লণ্ডন জুরীর রায়ে

২০১০ সালে ইংল্যাণ্ডের সঙ্গে খেলায় পাকিস্তান দলের তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে গড়াপেটা ম্যাচ খেলার অভিযোগ করা হয়েছিল এবং বৃহষ্পতিবার লণ্ডনে ১২জন জুরী তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছেন। পাকিস্তানী তিনজন ক্রিকেটার হলেন, প্রাক্তন অধিনায়ক সালমান বাট, ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ এবং আর এক বোলার মোহাম্মদ আমির। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ।

পাকিস্তান ক্রিকেটেই নয় সারা দুনিয়ার ক্রিকেটের জন্য বিরাট সংকট, দুর্নাম। ক্রিকেট আলোচনায় নিউইয়র্ক থেকে টেলিফোনে যোগ দিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইউসুফ বাবু, ভি ও এ স্টুডিও থেকে কথা বললেন রোকেয়া হায়দার।

ইউসুফ বাবু বললেন, ‘এই রায়, এটা খুবই দুঃখজনক দিন ক্রিকেটের জন্য। ইংরেজীতে একটা কথা আছে, পুরানো প্রবাদ বাক্য – হোয়াট ইজ নট ফেয়ার, ইজ নট ক্রিকেট। এটার মানে হচ্ছে ক্রিকেটে আপনি চুরি করতে পারেন না। ক্রিকেট অন্য যে কোন খেলার মত নয়। এর ঐতিহ্য রয়েছে। পিওরিটি আছে এই গেমে। তবে দুর্ভাগ্যজনক আমরা দেখেছি যে ক্রিকেটে একটা পরিবর্তন এসেছে, যত পয়সা এসেছে, ততই দুর্নীতি এসেছে। আসলে টাকার ব্যাপারটাই বড় হয়ে দাঁড়িয়েছে। সাহারা ক্রিকেটে একই সমস্যা দেখা দেওয়ায় তা এখন বন্ধ। শারজাহ কাপ ক্রিকেটেরও অভিযোগ আছে এবং আই সি সি তা তদন্ত করে দেখছে’।

আলোচনায় উল্লেখ করা হয় যে, হয়তো এই কঠোর দণ্ডের কারণে ক্রিকেটে আবার স্বচ্ছতা ফিরে আসবে। যারা ক্রিকেটের ব্যাট ঘুরিয়ে বা বল মেরে রাতারাতি অর্থবান হওয়ার চেষ্টা করবে তারা এবার সতর্ক হবে।

XS
SM
MD
LG