অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা আক্রমনে ৮ জন নিহত


চরমপন্থী গ্রুপ আল শাবাব বলেছে সোমালিয়ার রাজধানীতে বুধবার যে আত্মঘাতী বোমা আক্রমন হয়, তারা তার পেছনে ছিল। ওই আক্রমনে অন্তত ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন দেশের ফটবল ও অলিম্পিক প্রধান।

আক্রমন ঘটে সোমালিয়ার জাতীয় থিয়েটারে। থিয়েটারটি সবে আবার খুলেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন এক মহিলা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় যখন প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ আলী জনগনের সামনে ভাষন দিচ্ছিলেন সোমালী জাতীয় টেলিভিশনের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে।

প্রধানমন্ত্রী ভয়েস অফ আমেরিকার কাছে খবরের সত্যতা যাচাই করেন যে এক মহিলা ওই আক্রমন চালিয়েছে এবং তা আল শাবাবের সন্ত্রাসী তত্পরতা ছিল।

তিনি বলেন তারা মুখোমুখি লড়াইয়ে পরাজিত হওয়ার পর এখন নির্দোষ লোকজনকে হত্যা করা শুরু করেছে।

বিস্ফোরণে সোমালি অলিম্পিক কমিটির প্রধান আদনান আআজি ইয়াবারাও উইস এবং ফুটবল ফেডারেশনের প্রধান সাইদ মোহাম্মদ নুর নিহত হন।

XS
SM
MD
LG