অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা পালন করছে স্বাধীনতা দিবস


আমেরিকা পালন করছে স্বাধীনতা দিবস

আজ আমেরিকায় পালিত হচ্ছে ২৩৬ তম স্বাধীনতা দিবস। এই দিনটিতে আমেরিকা বৃটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করেছিল। সুদূর আলাস্কা থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত আমেরিকানবাসীরা দিনটি উদযাপন করছে।

আমেরিকার লক্ষ লক্ষ ছোট ছোট শহরে অনুষ্টিত হচ্ছে প্যারেড, আতশ বাজী, কন্সার্ট-গানের আসর বনভোজন এবং বন্ধু বান্ধব পরিবার পরিজনরাও এক সংগে মিলিত হচ্ছেন।

ওয়াশিংটনের ন্যাশনাল মলে হাজার হাজার মানুষ সমাবেত হচ্ছে আতশবাজি এবং টেলিভিশনে প্রদর্শীত কনসার্ট দেখার জন্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হয়াইট হাউসে চতুর্থ জাতীয় আভিবাদন অনুষ্টানে আমনন্ত্রিতদের আতিথেয়তা করবেন।

তবে গত শুক্রবার আমেরিকার পূর্বাঞ্চলে ঝড়ে ২৩ জন প্রান হারায় এবং এখন পর্যন্ত ১০ লক্ষ্যেরও বেশি গৃহে বিদ্যুত না থাকার ফলে অনেকের কাছে উতসবের মেজাজ কিছুটা স্থিমিত হয়ে পরেছে। ।

মিঃ ওবামা ওয়েষ্ট ভার্জেনিয়া এবং ওহাইও রাজ্যে জরুরী এলাকা বলে ঘোষণা করেছেন।

XS
SM
MD
LG