রিপাবলিকান দলের নিউট গিংরিচ, নির্বাচন থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবিসি নিউজ বলছে, গিংরিচের প্রচার অভিযাণে ঋণ হয়েছে ৪ লক্ষ ডলার। তার জন্য যারা কাজ করেছেন তাদের অনেকেই ভয় পাচ্ছেন যে তারা তাদের বেতন পাবেন না।
ক্যেম্পেন ওয়াচডগ বলছে, এই অবস্থা নজির বিহীন- গিংরিচ যদি আগে সরে যেতেন এবং তার দল আরো সুশৃঙ্ঘল হতো তা’হলে পরিস্থিতি এড়ানো যেত।
সিএনএন বলছে সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিশেল বাকম্যান, মিট রমনিকে সমর্থন দিয়েছেন।
ফিলাডেলফিয়া ইনকুয়ারার বলছে, মিট রম্নি দৃশ্যত ওহাইয় এবং পেনসেলভানিয়া রাজ্যে, প্রেসিডন্ট ওবামার প্রায় কাছাকাছি রয়েছেন। কিনিপেক ইউনিভার্সিটির সমিক্ষায় দেখা যাচ্ছে যে পেনসেলভানিয়াইয় প্রসিডেন্ট ওবামা যথেষ্ট এগিয়ে আছেন।