অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রধান সূচক বৃদ্ধি পায়, এশিয়া ও ইউরোপের বাজারে মূল্য পড়ে যায়


যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রধান সূচক বৃদ্ধি পায়, এশিয়া ও ইউরোপের বাজারে মূল্য পড়ে যায়
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রধান সূচক বৃদ্ধি পায়, এশিয়া ও ইউরোপের বাজারে মূল্য পড়ে যায়

Dow Jones Industrial Average (DJIA) সূচক শুক্রবার দিনের শেষে বৃদ্ধি পায়। এর এক দিন আগে বিশ্ব অর্থনীতিতে নতুন করে আবার মন্দা দেখা দিতে পারে সেই আশংকায় DJIA সূচক ৪ দশমিক ৩ শতাংশ অর্থাত্ ৫১৩ পয়েন্ট নেমে যায়।

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ওই প্রধান সূচক শুক্রবার ৬১ পয়েন্ট অর্থাত্ ১ শতাংশের অর্ধেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান দুটি সূচক NASDAQ এবং S&P 500 শুক্রবার দিনের শেষে নেমে যায়।

শুক্রবার এশিয়ার শেয়ার বাজারগুলোতে মুল্য অনেকটা নেমে যায়, ইউরোপিয়ান শেয়ার বাজারগুলোতেও ধস নামে।

আমেরিকান শেয়ার বাজারগুলোতে শুক্রবার লাভও হয় ক্ষতিও হয়। ঋণে জর্জরিত ইটালী, ২০১৩ সালের বাজেটে ভারসাম্য আনার জন্য কৃচ্ছসাধন ত্বরান্বিত করার খবরে শেয়ার বাজারে মূল্য বৃদ্ধি পায়। আরও এক বছর পর বাজেটে ভারসাম্য আনার কথা ছিল।

XS
SM
MD
LG