অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক প্রধানমন্ত্রী: কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে আলোচনা শীঘ্রই শুরু হবে


প্রেসিডেন্ট কারোলস পাপুলিয়াস এবং প্রধানমন্ত্রী জর্জ পাপেনড্রিও
প্রেসিডেন্ট কারোলস পাপুলিয়াস এবং প্রধানমন্ত্রী জর্জ পাপেনড্রিও

গ্রীক প্রধানমন্ত্রী জর্জ পাপেনড্রিও বলেছেন নতুন কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে। ওই সরকার অর্থনৈতিক উদ্ধারের অর্থায়ন নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী পাপেনড্রিও সংসদে অনাস্থা ভোটে টিকে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ওই মন্তব্য করেন।

কিন্তু গ্রীক বিরোধী নেতা অ্যান্টোনিস সামারাস আবারও মি পাপেনড্রিওর পদত্যাগ দাবি করেন।

প্রেসিডেন্ট কারোলস পাপুলিয়াস বলেছেন তিনি রবিবার সামারাসের সঙ্গে বৈঠক করবেন জাতীয় ঐকমত্যের সরকার গঠন নিয়ে যে অচল অবস্থা তা নিয়ে আলোচনার জন্য।

মি পাপেনড্রিও অনাস্থা ভোটে জয়ী হন এ কথা বলার পর যে তিনি, ক্ষমতা ভাগাভাগির সরকার নিয়ে আলোচনা করতে আগ্রহী।

মি পাপেনড্রিও সতর্ক করে দেন যে অগ্রীম নির্বচনের আহ্বান মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে।

XS
SM
MD
LG