অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সরকারী বাহিনী সমুদ্র তীরবর্তী এলাকায় ৭ জনকে হত্যা করেছে


সিরিয়ার একটি অধিকার গোষ্ঠি বলছে, সমুদ্র তীরবর্তী এলাকায় যেখানে আগে লড়াই হয়নি সেখানে সরকারী বাহিনী এবং বিরোধীদের মধ্যে দ্বিতীয় দিনের মত প্রচন্ড লড়াইএ অন্তত ৭ জন নিহত হয়েছে। সেখানে জাতিসংঘের কোন পর্যবেক্ষক উপস্থিত নেই।

লন্ডন ভিত্তিক সিরিয়ান ওবজার্ভেটরী ফর হিউম্যান রাইটস বলছে বুধবার উত্তরপশ্চিমাঞ্চলের লাতাকিয়া প্রদেশের কয়েকটি শহরে সমরিক বাহিনী হেলিকাপ্টার এবং ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে। একজন বিদ্রোহী এবং বেশ কয়েকজন অসামরিক জনগণ নিহত হয়।

সিরিয়াব্যাপী সহিংসতায় মংগলবার ৩০ জনেরও বেশি নিহত হয়েছে এবং বেশির ভাগ নিহত হয়েছে লাতাকিয়ায়। হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।

দামেষ্ক ভিত্তিক জাতিসংঘের মুখপাত্রী ছোসান ঘোসে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে যে লাতাকিয়ায় জাতিসংঘের কোন পর্যবেক্ষক মোতায়েন নেই।

তবে ঘোসে বলেন এ সপ্তাহের শেষের দিকে দক্ষিনপশ্চিমাঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকার টার্টুস শহরে একটি ঘাঁটি তৈরীর পরিকল্পনা মিশনের রয়েছে।

XS
SM
MD
LG