অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীঃ পাকিস্তান ড্রোন বিমান অভিযান কমানো হবে না


পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন বিমান অভিযান কমানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তারা বলছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্যই সন্ত্রাসী নেতাদের নিশানা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিয়ন পেনেটা বুধবার নতুন দিল্লীতে এই অভিযানের পক্ষে বলেন ওয়াশিংটন বরাবরি ষ্পষ্টভাবে বলে এসেছে যে তারা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্থানের অসামরিক জনগণ যে বিদ্রোহীদের হামলার স্বিকার হচ্ছে এই অভিযানের ফলে সেটাও কমবে।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উপজাতীয় অঞ্চলে আল কাইদার দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু ইয়াহিয়া আল-লিবি কে দৃশ্যত ড্রোন অভিযানে হত্যা করা হয়। হয়াইট হাউজ নিহত হবার খবর নিশ্চিত করার একদিন পর পেনেটা একথা বলেন।

যুক্তরাষ্ট্র এই অভিযানকে আল কাইদার বিরুদ্ধে বড় রকমের আঘাত বলে অভিহিত করেছে।

XS
SM
MD
LG