অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের সামরিক পরিষদ অন্তবর্তী প্রধানমন্ত্রীকে কিছু ক্ষমতা প্রদান


মিশরের সামরিক পরিষদ অন্তবর্তী প্রধানমন্ত্রীকে কিছু ক্ষমতা প্রদান
মিশরের সামরিক পরিষদ অন্তবর্তী প্রধানমন্ত্রীকে কিছু ক্ষমতা প্রদান

মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ অন্তবর্তী প্রধানমন্ত্রী কামাল এল গানজৌরিকে প্রেসিডেন্টের কিছু কিছু ক্ষমতা প্রদান করেছেন।

সরকারী বার্তা সংস্থা মেনা বুধবার জানিয়েছে যে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ সেনাবাহিনী ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে।

মিশরের সামরিক নেতারা মঙ্গলবার জানান যে প্রধানমন্ত্রীকে তার পুর্বসুরির তুলনায় আরো বেশি ক্ষমতা দেওয়ার জন্যে তারা সংবিধান সংশোধন করবে। সমালোচকরা সামরিক বাহিনীর এই পরিষদকে এই বলে দোষারোপ করেছেন যে তারা গত মন্ত্রীসভাকে পর্যাপ্ত ক্ষমতা দেননি।

মি গানজৌরি আজ বুধবার নতুন মন্ত্রীসভার তালিকা প্রকাশ করেছেন এবং এতে নতুন অর্থমন্ত্রীর নাম ও রয়েছে । আর কোন কোন ক্ষমতাসীন মন্ত্রী কে আগামী বছর সংসদ নির্বাচনে শেষ না হওয়া পর্যন্ত শাসন চালাতে পারবে।

অর্থমন্ত্রী মুমতাজ আল সাইদ হচেছন এই মন্ত্রকের একজন অভিজ্ঞ ব্যক্তি যার কাছে দেশের অর্থনীতি স্থিতিশীল করার চ্যালেঞ্জ রয়েছে।

এ দিকে মিশরীরা এ সপ্তায় অনুষ্ঠিত সংসদের ফিরতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের জন্যে অপেক্ষা করছেন। নির্বাচন কমিশন বলছে যে বুধবার দিনের শেষে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবে।

XS
SM
MD
LG