অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র: নেটো জোটের বাইরে, আফগানিস্তান এখন প্রধান এক মিত্র দেশ


যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে নেটো জোটের বাইরে প্রধান এক মিত্র হিসেবে ঘোষণা করেছে। আমেরিকা এই মিত্র দেশটির সঙ্গে দীর্ঘ মেয়াদি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো গড়ার কাজ শুরু করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারযাই এর সংগে বৈঠকের পর ঐ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “এখন থেকে আফগানিস্তান আর আল-কায়েদা ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয় আশ্রয়ের ভুমিকা নেবেনা। এই গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র, এই অঞ্চল ও সারা বিশ্বের প্রতি হুমকি হিসেবে বিরাজ করছে”।

ক্লিন্টন বলেন, “আফগানিস্তানের এই নতুন অবস্থান সে দেশের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির এক শক্তিশালী প্রতীক হয়ে আবির্ভুত হয়েছে। আমেরিকা আফগানিস্তানকে কখনো পরিত্যাগ করবেনা।”

পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন আফগানিস্তানে অসামরিক সহায়তার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে জাপান রওনা দিচ্ছেন। আফগানিস্তানের সাহায্যকারীরা দীর্ঘমেয়াদি অসামরিক সহায়তা কার্যক্রমে বছরে ৪০০ কোটি ডলার দেবে বলে ধারণা করা হচ্ছে।

XS
SM
MD
LG