অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সহিংসতায় ১৭ জন নিহত


সিরিয়ার সক্রিয়কর্মীরা বলেছেন শুক্রবার দেশব্যাপী সহিংসতায় ১৭ জন নিহত হয়।

এদিকে আন্তর্জাতিক দূত কোফি আনান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টানের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাত্ করেন এবং সিরিয়ার সরকারের উপর আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

মি আনান বলেন তার থেমে থাকা শান্তি আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিরয়ে তারা আলোচনা করবেন।

ওদিকে ব্রিটেন ভিত্তিক Syrian Observatory of Human Rights এর প্রধান রামি আব্দেল রাহমান, টেলিফোনে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন উত্তরপশ্চিমের ইদলিব শহরে একটি পুলিশ স্টেশনের সামনে বোমা বিস্ফোরণে দুজন নিরাপত্তারক্ষী এবং তিনজন অসামরিক ব্যাক্তি নিহত হয়। আরেকটি বিস্ফোরণে দামেস্কের উপকন্ঠ কেপে উঠে এবং ওই বিস্ফোরণে নিরাপত্তা বাআইনীর আরও দুজন সদস্য পারাণ হারায়।

অবসারভেটরি থেকে বলা হয় শুক্রবার আলেপ্পো, দামেস্ক এবং দারা সহ সিরিয়ার সর্বত্র, জুম্মা নামাজের পর, বিক্ষোভকারীরা প্রতিবাদ জানায়।

সরকারি সেনারা হোম্স শহরে গোলাবর্ষণ করে। ওদিকে লাটাকিয়ায় প্রচন্ড লড়াইয়ে দুজন নিহত হয়।

XS
SM
MD
LG