চীন, বেজিং এ আল জাজিরার ইংরেজি ভাষার একমাত্র সাংবাদিককে বহিষ্কার করেছে এবং ওই আরব সংবাদ নেটওয়ার্ককে, ওই সাংবাদিকের পরিবর্তে অন্যকে সেখানে যেতে দিচ্ছেনা।
কাতার ভিত্তিক নেটওয়ার্ক বলেছে তাদের আর কোন বিকল্প ছিল না, তাদের ইংরেজি ভাষায বেজিং ব্যুরো বন্ধ করে দিতে হয়। চীন, মেলিসা চ্যানকে বা তার পরিবর্তে অন্য কাউকে অ্যাক্রাডিটেশান বা কাজ করার অনুমোদন দিতে ব্যর্থ হয়।
চীনের Foreign Correspondents' Club বলেছে তারা ওই সিদ্ধান্তে মর্মাহত হয়েছে। তারা বলেছে চীনে বিদেশি সাংবাদিকদের সেনসার করার ও তাদের ভীতি প্রদর্শনের চেষ্টা এটা। মুখপাত্র বেজিং এর বিরুদ্ধে আরও অভিযোগ করে যে সাংবাদিক কোন নিয়ম কানুন লঙ্ঘন করেছে, তারা তা বলতে ব্যর্থ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হংগলেই বলেন “বিদেশি সাংবাদিকরা চীনে সংবাদ পরিবেশন করার জন্য মুক্ত পরিবেশ পায়। কিন্তু আমরা জোর দেই যে তারা যেন সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ মেনে চলেন”।