অ্যাকসেসিবিলিটি লিংক

যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি


যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি
যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি

যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি
যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি

মিশিগানের হ্যামট্রামেক শহরে সম্প্রতি বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, ব্যাপাক এর উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারন এবং নতুন ব্যবসা শুরু সংক্রান্ত এক শীর্ষ সম্মেলন হয়। ব্যাপাক এর কমিউনিকেশন চেয়ারম্যান ড: শাফিকুল বারি ছিলেন সম্মেলনের প্রধান উদ্যোক্তা।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ড: শাফিকুল বারি, এই শীর্ষ সম্মেলন সম্পর্কে বিস্তারিত বলেন।

ড: শাফিকুল বারি বললেন মিশিগানে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি আমেরিকান আছেন। তিনি বলেন প্রবাসী বাঙ্গালিদের এই ভাইব্র্যান্ট কমিউনিটিতে নতুন কিছু করার একটা পরিবেশ সৃষ্টি করতে চান তারা। তারই সঙ্গে এই পরিবেশকে সাহায্য করার জন্য একটা সহযোগি কাঠামো তৈরি করতে চান তারা। ড: বারি বলেন যারা নতুন কিছু করতে চান তদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে।

যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি
যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি

ড: বারি বলেন প্রথমে তারা শনাক্ত করেন যারা ব্যাবসা করেন বা করতে চান তাদের কার কি প্রয়োজন। এরপর তারা সরকারি পর্যায়ে, রাজ্য পর্যায়ে, স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন তাদের কিভাবে সাহায্য করতে পারে তা মূল্যায়ন করেন এবং তাদের কাছে যান সহায়তার জন্য।

যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি
যারা নতুন কিছু করতে চান তাদের স্বপ্ন থাকে, প্রচেষ্টা থাকে: ড: শাফিকুল বারি

ড: শাফিকুল বারি বলেন বাঙ্গালি কমিউনিটির যারা উদ্যাোগি তাদের এবং এই সব প্রতিষ্ঠানকে একত্রিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন এই সম্মেলন খুবই সফল হয়েছে।

XS
SM
MD
LG