অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ২৫ জন নিহত, রাশিয়া বলেছে আসাদ দেশ ত্যাগ করলে তাদের আপত্তি নেই


সিরিয়ার সক্রিয়কর্মীরা বলেছেন, শনিবার সারা দেশে বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়। ওদিকে রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট যদি সেই দেশ ত্যাগ করেন তাদের কোন আপত্তি নেই।

গ্রেট বৃটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবসারভেটরী ফর হিউম্যান রাইটস জানায়, দক্ষিণের দারা শহরে সিরীয় সেনাবাহিনীর গোলা বর্ষণে কমপক্ষে ১৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে। সংগঠনটি বলে, শনিবার ভোরের ঐ আক্রমণে বেশ কিছু জন আহত হয়েছে।

ইতোমধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ শনিবার মস্কোয় বলেন, রাশিয়া আপত্তি করবেনা যদি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, বাইরে থেকে চাপের জন্য নয়, সিরিয়ার অভ্যন্তরে সংলাপের ফলে দেশ ত্যাগ করেন।

এর আগে বুধবার মাযরাট–আল-কুবেইর নামের ছোট এক গ্রামে অসামরিক লোকদের হত্যার ঘটনা সিরীয় সরকারের বিরুদ্ধে সারা পৃথিবীতে ক্ষোভের সঞ্চার হয়।

মানবাধিকার কর্মীরা বলেন, মাযরাট–আল-কুবেইরে মহিলা ও শিশু সহ কম পক্ষে ৭৮ জন প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG