দক্ষিণপূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ান রবিবার এক মাইলফলক চুক্তি সাক্ষর করেছে।
Kuala Lumpur Declaration বলে পরিচিত ঘোষণাপত্রে একটি ASEAN অর্থনৈতিক জোট গঠন করা হয়। এতে ৬২কোটি ৫০ লক্ষ মানুষের বাস যেখানে সেই এলাকায়, অবাধে বানিজ্য ও মূলধন সরানো বা বিনিয়োগ করা যাবে। এতে যৌথ অর্থনৈতিক উৎপাদন হবে ২লক্ষ ৬০ হাজার কোটিডলার।
ওই জোটের ১০সদস্য দেশের নেতারা ওই চুক্তি সাক্ষর করেন। আসিয়ানে অন্তর্ভুক্ত ব্রুনাই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালায়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, মালায়েশিয়াতে অনুষ্ঠিত ASEAN শীর্ষ সম্মেলনে যোগ দেন। তিনি বলেন আসিয়ান জোটের ১০ নেতাই, আগামী বছর ওয়াশিংটন সফরের তার আমন্ত্রণ গ্রহণ করেছেন।