অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়া গেইমস


ইন্দোনেশিয়া এশিয়া গেইমসের জন্য ৩শ’কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। ইন্দোনেশিয়ার সরকারের মতে এ থেকে দেশের জন্য তাৎক্ষনিক ভাবে এবং দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে। এশিয়া গেইমসের প্রস্তুতি পর্বে জাকার্তার অবকাঠামোর উন্নয়ন মূলক কাজ এবং রাজধানী জাকার্তার মারাত্মক যানজটগত সমস্যার উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয় তবে কিছু বিশ্লেষক বলছেন, শহরে অতি প্রয়োজনীয় যেসব সমস্যা সমাধান করা প্রয়োজন এবং শহরের বসবাসরত ১কোট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের যে সুযোগ ছিল সরকার সেই সুযোগ গ্রহণ করেনি।
এ সপ্তাহান্তে এশিয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ৪৫টি দেশ থেকে ইতিমধ্যেই প্রায় ১৫হাজার ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা জাকার্তায় গিয়ে পৌঁছেছেন। রাজধানী জাকার্তা এবং দক্ষিণ সুমাত্রার পালেমবাং শহরে এশিয়া গেইমস অনুষ্ঠিত হবে। গত এক দেশকে দেশটিতে মারাত্মক ধরনের সন্ত্রাসী আক্রমণের প্রেক্ষিতে সেখানে ১লক্ষ্য নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

XS
SM
MD
LG