অ্যাকসেসিবিলিটি লিংক

১৬২ জন যাত্রী ও ক্রু সহ নিখোঁজ বিমান এয়ার এশিয়ার খোঁজে সোমবার সন্ধান তৎপরতা পুনরায় শুরু হবে


Family of passengers onboard AirAsia flight QZ8501 sit at a waiting area in Juanda International Airport, Surabaya, Dec. 28, 2014.
Family of passengers onboard AirAsia flight QZ8501 sit at a waiting area in Juanda International Airport, Surabaya, Dec. 28, 2014.

১৬২ জন যাত্রী ও ক্রু সহ নিখোঁজ বিমান এয়ার এশিয়ার খোঁজে জাভা সাগরে সন্ধান তৎপরতা আজ রাতের মতো স্থগিত রাখা হয়েছে। সোমবার ভোরে আবার তা শুরু হবে।

কম খরচের বিমান পরিবহন সংস্থার বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় যখন বিমানটি রবিবার স্থানীয় সময় ৭টা ২৪মিনিটে নিখোঁজ হয়। যাত্রা শুরুর বিয়াল্লিশ মিনিট পরে বিমানটি নিখোজ হয।

কর্মকর্তারা বলেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওযার আগে বিমান চালক জাকার্তায় বিমান পরিবহন নিয়ন্ত্রকের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৮০০ মিটার উচ্চতায় ওড়ার অনুমতি চান।

XS
SM
MD
LG