অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ এয়ার এশিয়া বিমানের ধ্বংসাবশেষের কাছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে


Commander of Indonesian Air Force 1st Operational Command Rear Marshall Dwi Putranto, center, shows airplane parts and a suitcase found floating on the water near the site where AirAsia Flight 8501 disappeared, at an airbase in Pangkalan Bun, Central Born
Commander of Indonesian Air Force 1st Operational Command Rear Marshall Dwi Putranto, center, shows airplane parts and a suitcase found floating on the water near the site where AirAsia Flight 8501 disappeared, at an airbase in Pangkalan Bun, Central Born

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা কয়েকটি মৃতদেহ সাগর থেকে উদ্ধার করেছেন। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এয়ার এশিয়া যাত্রীবাহী জেট বিমান যেটি বিধ্বস্ত হয় সেটির ধ্বংসাবশেষের কাছে মৃতদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার স্থানীয় টেলিভিশনে দেখানো হয় যে বোর্নীও দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার অদূরে উদ্ধার তৎপরতায় নিয়োজিত হেলিকপ্টরগুলো জাভা সাগরে মৃতদেহ তুলছে।

বিমানের যাত্রীদের পরিবারসমূহ মৃতদেহগুলোর প্রথম চিত্র দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। স্ফীত মৃতদেহগুলোর পরনে লাইফজ্যাকেট ছিল না। এখন পর্যন্ত যাত্রী বা ক্রুর কাউকে জীবিত পাওয়া যায়নি।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এয়ার এশিয়া ওই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

XS
SM
MD
LG