অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সক্রিয়বাদী, এতেনা দায়েমির কারাদণ্ড দীর্ঘায়িত


ইরানের মহিলা সক্রিয়বাদী, এতেনা দায়েমী, যিনি ২০১৬ সাল থেকে কারাভোগ করছেন, তাঁর বিরুদ্ধে আরো নুতন নুতন অভিযোগ আনা হয়েছে, যার কারণে তাঁর কারাদণ্ড দীর্ঘায়িত হতে পারে I নিরাপত্তাজনিত অভিযোগ এনে দায়েমিকে ২০১৬ সালে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় I দায়েমী ইরানের রাজনৈতিক বন্দিদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং ১৯৮৮ সালে রাজনৈতিক বন্দিদের হত্যার নিন্দা জানিয়ে ফেসবুকে সরকারের সমালোচনা করেছিলেন I

পরবর্তীতে ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনীকে কথিত অপমান করার দায়ে তাঁকে আরো দু বছর এক মাস অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয় I

ইরান সরকার করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে বহু কারাবন্দীদের মুক্তি দিলেও, যারা নিরাপত্তাজনিত অভিযোগে ৫ বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন তাদেরকে মুক্তি দেয়া হবে না বলে জানানো হয়েছে I

XS
SM
MD
LG