অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনেশিয়া সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত : জরুরি অবস্থা জারি


মঙ্গলবার তিউনেশিয়ার রাজধানীতে একটি বাসে বিস্ফোরণ ঘটলে অন্তত বারো জন প্রাণ হারায়। সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রক বলছে যে ঐ বাসে সে দেশের প্রেসিডেন্টের বিশেষ গার্ড বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়া হচ্ছিল। রাজধানী তিউনিসের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে।

নিরাপত্তা ও প্রেসিডেন্টের সুত্রগুলো বলছে যে এই বিস্ফোরণটি আক্রমণেরই ঘটনা তবে তারা বলছেন তাৎক্ষণিক ভাবে এটা পরিস্কার নয় যে সেটি বোমা ছিল না না কি অন্য কোন ধরণের বিস্ফোরণ যা কীনা চলমান বাসের উপর ছুড়ে মারা হয়। দূর্ঘটনা স্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ছুটে যায় এবং নিরাপত্তা বাহিনী এলঅকাটি ঘিরে ফেলে।

প্রেসিডেন্ট বেজি সায়েদ এসেবসি গোটা দেশে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং তিউনিস অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেন । তিনি বুধবার সকালে তার সুরক্ষা পর্ষদের জরুরি বৈঠক ডেকেছেন।

জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন তিউনেশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তারা সাম্প্রতিক সপ্তাগুলোতে সেখানে কয়েকটি প্রাণনাশী হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG