অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান নেতা জীবিত ও সুস্থ্য : দাবি তালিবান মুখপাত্রের


আফগানিস্তানে তালিবান বলছে যে তারা তাদের সর্বোচ্চ নেতা মোল্লাহ আক্তার মনসুরের ভয়েস মেসেজ পেয়েছে এবং তাতে এই দাবি নাকচ হয়ে যাচ্ছে যে এ সপ্তায় তিনি এক বন্দুক যুদ্ধে লিপ্ত ছিলেন এবং সম্ভবত নিহত হন।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ ভয়েস অফ আমেরকাকে বলেন যে ঐ বার্তায় মনসুর জোর দিয়েই বলেছেন যে তিনি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তিনি তালিবান নের্তৃত্বে ভাঙ্গন ধরার খবর ও অস্বীকার করেন। মুখপাত্রটি বলেন যে মনসুরের কন্ঠে পাঠানো ঐ বার্তাটি শিগগিরই প্রচার করা হবে।

বুধবার আফগান সরকার জানিয়েছিল যে প্রতিবেশি পাকিস্তানে আফগারন কমান্ডরদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হলে মনসুর গুরুতর আহত হন। কেউ কেউ জানান তিনি মারা গেছেন।

মনসুরকে উদ্ধৃত করে মুজাহিদ বলেন , “ আমার মৃত্যু সম্পর্কে সংবাদ ভিত্তিহীন। আমি কোয়েটার কুচলাক এলাকা গত কয়েক স্বচক্ষে দেখিনি।

তালিবানের মুখপাত্র বলেন মনসুরের এই বার্তার সময় এবং সত্যতা প্রমাণিত হয় যখন তিনি ঐ বার্তায় শুক্রবার আফগানিস্তানের মায়দান ওয়ারদাকের ঘটনা উল্লেখ করেন।

XS
SM
MD
LG